গাজায় শরণার্থী শিবির ও আবাসিক বাড়িতে ইসরাইলের হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে ১১ জন এবং রাফাহতে আবাসিক বাড়িতে সাতজন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই শিশু। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রনালয়।
জানা যায়, মাগাজি শরণার্থী শিবিরে মানুষ যখন কাজ করছল সে সময় ইসরাইল হামলাটি চালায়। হামলায় খেলার মার্কেটকেও টার্গেট করে ইসরাইলি বাহিনী। সেই মাঠে বাস্তুচ্যুত শিশুরা চলাচল করে। ইসরাইলি এই হামলায় আহত ‘কয়েকজন’ মানুষকে আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের আক্রমণে এখন পর্যন্ত ৩৩ হাজার ৮৪৩ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭৬ হাজার ৫৭৫ জন। ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।