ফের বন্দুক হামলায় নিহত ৩

ফের বন্দুক হামলায় নিহত তিন।এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায়।উল্লেখ্য,অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে সন্দেহ ভাজন হামলাকারী সহ তিনজন নিহত হয়েছেন।হামলার এই ঘটনায় আহত হয়েছে আরও দুই জন এবং তাদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।


উল্লেখ্য, সোমবার ভ্যাঙ্কুভার থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ল্যাংলি শহরের ডাউনটাউনে হঠাৎ করেই পথচারীদের ওপর হামলা চালায় এক বন্দুকধারী।তবে কি কারণে তারা পথচারীদের লক্ষ্য করে হামলা চালায়, তা এখনও স্পষ্ট হয়নি।


খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


তবে এই হামলাকারীদের সঙ্গে আর কে কে জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest articles

Related articles