
ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তান সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে, ভারতের অপারেশন সিঁদুরের কারণে পাকিস্তানের ৩১ জন নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬ জন সাধারন মানুষ।

যদিও বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছে নিহতের সংখ্যা শতাধিক। ভারতীয় সেনা সংবাদ মাধ্যমকে জানিয়েছে অপারেশন সিঁদুর অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। এই অপারেশনে সন্ত্রাসবাদীদের আস্তানা লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। অপারেশনে কোন পাকিস্তানি সাধারণ মানুষের প্রাণ যায়নি। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছে জঙ্গিদের মৃত্যুর কথা পাকিস্তান স্বীকার করলে, পাকিস্তানে জঙ্গিদের উপস্থিতির কথাও তাদের স্বীকার করতে হবে। ঠিক এই কারণেই পাকিস্তান সরকার সন্ত্রাসবাদীদের মৃত্যুকে সাধারন মানুষের মৃত্যু বলে দাবি করছেন।