
মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় অবস্থিত প্রায় ৯০ বছরের প্রাচীন দিগম্বর জৈন মন্দির ভেঙে দিয়েছে মুবাইয়ের নগর কর্তৃপক্ষ। কর্পোরেশনের দাবি, মন্দিরটি একটি বিনোদনমূলক খেলার মাঠে নির্মিত হয়েছিল। এই সিদ্ধান্তের বিরোধিতা করে জৈন সম্প্রদায়ের বহু মানুষ শনিবার একটি মৌন মিছিলে অংশ নেন।
মন্দির পরিচালনা কমিটির বক্তব্য, তারা আদালতের অনুমতি নিয়ে উচ্চ আদালতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছিলেন। নিম্ন আদালত আবেদন খারিজ করলেও মৌখিকভাবে হাইকোর্টে যাওয়ার ছাড়পত্র দিয়েছিল এবং কিছুটা সময়ও দেওয়া হয়েছিল।
তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ভাঙা হয় মন্দিরটি। এই ঘটনাকে কেন্দ্র করে জৈন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে হয়েছে বলে জানা গিয়েছে।