দেশে করোনা সংক্রমন ছাড়াল সাড়ে ৮৫ লক্ষের গন্ডি, কমলো সুস্থতার হার!

এনবিটিভি ডেস্ক: দেশে করোনা সংক্রমিতের গ্রাফ ইতিমধ্যেই সাড়ে ৮৫ লক্ষের গন্ডি পেরিয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ৯০৩ জন। এই মুহূর্তে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৮৫ লক্ষ ৫৩ হাজার ৬৫৭ জন। এখনও পর্যন্ত সক্রিয় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৫ লক্ষ ৭ হাজার ৬৭৩ জন। রবিবারের চেয়ে ২ হাজার ৯৯২ জন কম।

এদিকে, গত ২৪ ঘন্টায় দেশে মারা গিয়েছেন ৪৯০ জন। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন ১ লক্ষ ২৬ হাজার ৬১১ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭৯ লক্ষ ১৭ হাজার ৩৭৩ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৪০৫ জন।

Latest articles

Related articles