নিজস্ব সংবাদদাতা: লকডাউন ও রমজান উপলক্ষে সিরাতের সম্পাদক আবু সিদ্দিক খান গরিব অসহায় পরিবারের কথা ভেবে বারাসাতে বেশ কিছু বাড়িতে বাড়িতে খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দেন। তিনি বলেন সিরাতের কিছু হিতাকাঙ্ক্ষী ও সদস্য সদস্যাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে জগদিঘাটা কাজিপাড়া, সন্দেশখালি, কারিগরপাড়া, পালপাকুড়িয়া গ্রামে তিন দফায় শতাধিক মানুষকে রিলিফ দেওয়া হয়েছে। আজ পুনরায় ১৮ রমজান ৪র্থ দফায় কিছু গরীব অসহায় পরিবারের সাহায্যে এগিয়ে এলাম। এই পর্যন্ত প্রায় তিনশো পরিপারের হাতে আমরা খাদ্য সামগ্রী দিতে পেরে খুশি। তারপর পবিত্র ঈদের প্রাক্কালে ৫ম দফায় রিলিফ দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্পাদক আরো বলেন, লকডাউনের কারণে দিন আনা দিন খাওয়া মানুষের জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রুজিরোজগার বন্ধ হয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তাদের পাশে দাড়ানো ঈমানি দায়িত্ব ও কর্তব্য।
Popular Categories