এনবিটিভি ডেস্ক : বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার প্রবর্তিত NRC,NPR, ও CAA এই আইনের ভয়াবহতা সম্পর্কে সচার হতে দেখা যায় গোটা ভারতবর্ষের নাগরিকদের। ইতিমধ্যেই দীর্ঘ দিন ধরেই সাধারণ মানুষ ভোটার আইডি সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। আবারও এক চিন্তার কারণ হয়ে দারিয়েছে কেন্দ্রের প্রবর্তিত NRC নিয়ে। এই NRC র তালিকায় নাম নতিভুক্তিকরনের মাধ্যমে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করার জন্য ১৪ টি শংসাপত্রের মধ্যে ভোটার লিস্টে নিজের নাম থাকা আবশ্যিক। যা সাধারণ মানুষের মনে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করে। আর এই নিয়ে গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে পড়ে ভোটার আইডি সংশোধন বিয়োজন ও ভোটার তালিকায় নাম নতিভুক্তিকরন নিয়ে। এদিন ভোটার আইডি সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া ও সিপিআইএম এর যৌথ উদ্যোগে পূর্ব মেদিনিপুর জেলা শাসককে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির পূর্ব মেদিনীপুর জেলা সহ-সভাপতি সেক আমেনুল ইসলাম, CPI(M) এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ অনান্য নেতৃত্ব।
ভোটার আইডি সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সরব হয়েছেন সিপিআইএম ও ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া
Related articles