সাইফুল্লা লস্কর, এনবিটিভি ডেস্ক : বিশ্বব্যাপী অতীব জনপ্রিয় বিখ্যাত তুর্কি সিরিয়াল দিরিলিস আর্তুরুল এবং কুরুলুস উসমান এর প্রযোজক ও স্ক্রিপ্টরাইটার মেহমেট বিজদাগ আরো একটা ঐতিহাসিক ড্রামা সিরিয়াল বানানোর পরিকল্পনা করছেন। সাম্প্রতিক সময়ে দেওয়া এক ইন্টারভিউতে তিনি জানিয়েছেন এই সিরিয়ালটি হতে যাচ্ছে ৭ম ওসমানীয় সুলতান ও ১৪৫৩ সালে কনস্ট্যান্টিনোপল (ইস্তাম্বুল) বিজেতা ফাতিহ সুলতান মেহমেত খানের জীবনীর উপর। অনাদলু এজেন্সি সহ একাধিক তুর্কি সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
তিনি সিরিয়ালটির স্ক্রিপ্ট লেখা শুরু করেছেন। এটি তার অন্যতম বড় ও দীর্ঘমেয়াদী একটি প্রজেক্ট হতে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। আগামী কয়েক বছরের মাঝে এটি স্ক্রিনে দেখা যাবে আশা করা হচ্ছে।
উল্লেখ্য রাসুলুল্লাহ (সা.) তার জীবদ্দশায় কনস্ট্যান্টিনোপল জয়ের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। মুয়াবিয়াহ (রা.) সহ অনেক শাসক এই প্রাচীর বেষ্টিত দুর্ভেদ্য শহর জয় করার চেষ্টা করেও সফল হতে পারেননি। কিন্তু বহু শতাব্দী ধরে যে শহরটি মুসলিমদের বহু আকাঙ্ক্ষিত ছিল তা মাত্র ২১ বছর বয়সে আল্লাহর অশেষ কৃপায় সুলতান মেহমেত খান জয় করেছিলেন।
এই সুলতানের জীবনের উপর আগেও তুরষ্কে বেশ কয়েকটি প্রজেক্ট হাতে নেয়া হয়েছিল। এর আগে তার আগে ব্যাটল অফ এম্পায়ার নামক একটি জনপ্রিয় চলচ্চিত্র তৈরি হয়েছে। বোজদাগ এখন আজারবাইজানের সঙ্গে তুরস্কের যৌথভাবে নির্মিত হতে যাওয়া একটি সিরিজের কাজেও নিয়োজিত আছেন। জার শুটিং চলছে বোজদাগ ফিল্ম প্লাটুতে। বোজদাগ আশা প্রকাশ করেছেন তিনি এই প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন।