নিউজ ডেস্ক : হিন্দু ধর্মীয় ভাবাবেগ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে একের পর এক রাজ্যে নিজেদের প্রভাব প্রতিপত্তি খাটানোর প্রচেষ্টায় রত বিজেপি এবং তার অন্ধপ্রদেশের শরিক দল টিডিপিকে এবার পাওয়া গেল মন্দিরে আক্রমণ এবং তাঁর পবিত্রতা নষ্ট করার দায়ে অভিযুক্ত হিসাবে। নিজেরাই মন্দিরে আক্রমণ করে এবং তার পবিত্রতা নষ্ট করে সোশ্যাল মিডিয়ায় শাসকদল ওয়াই এস জগনমোহন রেড্ডি এর ইএসআর কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ছিল তারা বলে জানিয়েছেন অন্ধ প্রদেশের পুলিশ প্রধান ডিজি সাওয়াং। এর মূল উদ্দেশ্য ধর্মীয় মেরুকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলা দুটি সাম্প্রদায়িক গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি বলেও তিনি জানিয়েছেন।
তিনি বিরোধীদের মন্দির আক্রমণ এর ব্যাপারে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ খণ্ডন করে এটিকে ভুয়া অপপ্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের দুরভিসন্ধি বলে আখ্যায়িত করে গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন, “আমি রাজনৈতিক দলগুলিকে সাম্প্রদায়িক শত্রুতা সৃষ্টি করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মিথ্যা ভুয়া গুজব রটাবেন না। যদি এসব করেন তাহলে আমরা কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা বোধ করব না।”
উল্লেখ্য কিছুদিন আগে তেলেগু দেশম পার্টির এক নেতা শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন রাজ্যে বহুসংখ্যক মন্দিরের উপর হামলা হয়েছে যা রক্ষার্থে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রাজ্য সরকার এবং পুলিশ। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে কোনো কোনো ক্ষেত্রে এই সমস্ত হামলার সঙ্গে জড়িত রয়েছে মন্দিরগুলোর গুপ্তধনের সন্ধানে থাকা কুসংস্কারে বিশ্বাসী একদল গুন্ডা এবং মাদকাসক্ত ব্যক্তি। কিন্তু বৃহৎ ঘটনাগুলোর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে।
অন্ধপ্রদেশের কাড়াপা জেলায় এক টিডিপি সমর্থক জমি বিবাদকে কেন্দ্র করে হিন্দু ধর্মের পবিত্র দেবতা অঞ্জনেয়া স্বামীর মূর্তিতে জুতোর তৈরি মালা পরিয়ে দেয় বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। অন্ধ্রপ্রদেশের কুর্ণুল জেলায় বিভিন্ন মন্দিরে আক্রমণে অভিযুক্ত হিসেবে পাওয়া গেছে বিজেপি সমর্থকদের। কিন্তু পরবর্তী সময়ে তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শাসকদলের বিরুদ্ধে ওই মন্দিরে হামলার অভিযোগ প্রচার করেছে। তবে বিজেপি এবং তার শরিক দল টিডিপি নেতারা পুলিশ প্রধানের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে তাকে তথাকথিত রাজনৈতিক ভাষা ব্যবহারের জন্য আক্রমণ করেছেন।