Tuesday, April 22, 2025
31 C
Kolkata

এখনও ওয়ান ডে খেলার আশা ছাড়েননি পূজারা

ভারতীয় ক্রিকেটে তিনি টেস্ট স্পোশালিট বসে পরিচিত৷ টিম ইন্ডিয়ার নম্বর তিন ব্যাটসম্যানের অপর নাম ‘মিস্টার ডিপেন্ডবল’৷ ভারতীয় দলের জার্সিতে রেড বল স্পেশালিস্ট হিসেবেই তাঁকে জানা হয়৷ কিন্তু এখনও দেশের হয়ে ওয়ান ডে খেলার আশা ছাড়েননি চেতেশ্বর পূজারা৷

ভারতীয় দলে ১১ বছরের কেরিয়ারে মাত্র পাঁচটি ওয়ান ডে খেলেছেন সৌরাষ্ট্রের ডানহাতি৷ তাও সেটা সাত বছর আগে৷ ২০১০ সালে টেস্ট অভিষেক হলেও দেশের হয়ে প্রথম ওয়ান ডে খেলেন ২০১৩ সালে বুলাওয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে৷ আর শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছেন ২০১৪ সালে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে৷ পাঁচটি ওয়ান ডে ম্যাচে পূজারার মোট রান ৫১৷ সর্বোচ্চ স্কোর ২৭৷

সাদা বলে ভারতীয় দলে সুযোগ না-পেলেও লাল বলে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের ভরসার নাম পূজারা৷ সদ্য অস্ট্রলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে অজি বোলিংয়ের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি৷ সিরিজে চতুর্থ সর্বোচ্চ ২৭১ রান করেন টিম ইন্ডিয়ার নম্বর তিন ব্যাটসম্যান৷ অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর লড়াকু ব্যাটিং ভারতকে সিরিজ জিততে সাহায্য করেছে৷ তিনটি হাফ-সেঞ্চুরি এসেছে পূজারার ব্যাট থেকে৷ ভারতীয়দের মধ্যে ঋষভ পন্তের (২৭৪) পরই সবচেয়ে বেশি রান করেন তিনি৷

অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই যখন মরু শহরে আইপিএল খেলছিলেন, তখন লকডাউনের কারণে অজি সফরের প্রস্তুতি নিতে পারেননি পূজারা৷ তাঁকে টেস্ট স্পেশালিস্ট হিসেবে বিবেচনা করা হলেও একদিন তিনি দেশের হয়ে সাদা-বলে খেলবেন বলেও জানান সৌরাষ্ট্রের এই ডানহাতি৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ শুরুর আগে পূজারা বলেন, ‘আমি এখনও টিম ইন্ডিায়ার হয়ে সাদা বলে খেলার স্বপ্ন দেখি৷ এ বিষয়ে কোনও সন্দেহ নেই৷’

কোভিড পরিস্থিতিতে গত বছর দেশে ১০ মাস ধরে লকডাউন ছিল৷ বন্ধ ছিল সব ধরনের খেলাধূলো৷ এ প্রসঙ্গে ৩২ বছরের ব্যাটসম্যান বলেন, ‘অন্যরা যখন ম্যাচ প্র্যাকটিস করছিল, তখন আমার বাড়িতে বসে থাকাটা অত্যন্তের কষ্টের ছিল৷ এমনকি, লকডাউনের পরও আমি ম্যাচ প্র্যাকটিস পাইনি৷ অস্ট্রেলিয়ার মতো সফরে প্রস্তুতি ছাড়া মাঠে নামা অত্যন্ত কঠিন৷’

কোভিড লকডাউনের কারণে ভারতে ঘরোয়া ক্রিকেটও বন্ধ ছিল৷ ফলে অস্ট্রেলিয়া সফরের আগে কোনও প্রথমশ্রেণির ম্যাচ খেলার সময় পাইনি এ প্রসঙ্গে পূজারা বলেন, ‘কোভিড লকডাউনে করাণে আমি কোনও প্রথমশ্রেণির ম্যাচ খেলতে পারিনি৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে আমি মাত্র একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলেছিলাম৷ ফলে শুরুতে ছন্দ পেতে অসুবিধা হয়েছিল৷ অস্ট্রেলিয়ায় ব্যাট করার জন্য টেস্ট ম্যাচের আগে কয়েকটি ম্যাচ খেলা অত্যন্ত জরুরি৷’

Hot this week

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা: ৬ জন আহত, তল্লাশি চালাচ্ছে সেনা-পুলিশের

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার পর্যটকদের উপর সশস্ত্র জঙ্গি...

আবারও বড়সড় ছাঁটাইয়ের পথে আইবিএম, আমেরিকা থেকে ভারতে স্থানান্তরের ছায়া

বিশ্ব প্রযুক্তি ক্ষেত্র আবারো বড়সড় অনিশ্চয়তার মুখে। কর্পোরেট কাঠামোতে...

দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি , দিলীপ ঘোষের নিশারায় শিক্ষা মন্ত্রী

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপি...

Topics

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা: ৬ জন আহত, তল্লাশি চালাচ্ছে সেনা-পুলিশের

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার পর্যটকদের উপর সশস্ত্র জঙ্গি...

আবারও বড়সড় ছাঁটাইয়ের পথে আইবিএম, আমেরিকা থেকে ভারতে স্থানান্তরের ছায়া

বিশ্ব প্রযুক্তি ক্ষেত্র আবারো বড়সড় অনিশ্চয়তার মুখে। কর্পোরেট কাঠামোতে...

দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি , দিলীপ ঘোষের নিশারায় শিক্ষা মন্ত্রী

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপি...

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

Related Articles

Popular Categories