বেতন কম পাওয়ায় কর্মবিরতি মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রায় ১৫৫ জন অস্থায়ী কর্মীর
শেখ সাদ্দাম, চাঁচলঃ বেতন কম পাওয়ায় কর্মবিরতি মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রায় ১৫৫ জন অস্থায়ী কর্মীর। মাসের শেষে একাধিক কর্মীর বেতনে কাটছাট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে ও নিজেদের আরোও দাবী পূরণের দাবীতে কর্মবিরতি করেন হাসপাতালের কর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে হাসপাতালের মূল ফটকে বসে বিক্ষোভ দেখান তারা ৷ বিক্ষোভকারী নাজমিন বেগম, শম্ভু চৌহানের অভিযোগ, গত চার বছর ধরে এই হাসপাতালে পরিষেবা দিয়ে এলেও তাদের বেতনে কারচুপি করছে ঠিকাদার কর্তৃপক্ষ ৷ বিক্ষোভকারী কর্মীরা বলেন,আমাদের সঠিক বেতন না মেলায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সঠিক বেতন না মিললে আন্দোলন চলবে।
ঠিকা কোম্পানির সুপারভাইজার মোস্তাফিজুর রহমানের অভিযোগ, হাসপাতালে প্রায় ১৫৬ জন অসস্থায়ী কর্মী রয়েছে, জানুয়ারি মাসের বেতনে সকলেরই ১৫০০-২০০০ টাকা কাটা হয়েছে। টাকা কি কারণে কাটা হল তা এখনো সুদুত্তর মেলেনি কর্তৃপক্ষের কাছ থেকে। তাই আজ আমরা সব কর্মীরা কাজ স্থগিত রেখে বিক্ষোভ করছি।
চাঁচল হাসপাতালের নবনিযুক্ত সুপার ডাঃ লায়েক আলি জানান, একটু বিক্ষোভ হয়েছে। আমরা বিষয়টি স্বাস্থ্য ভবনকে জানিয়েছি। অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে কোম্পানিকেও জানানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে সুপার। তবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত বিক্ষোভ চলতে থাকলেও কর্তৃপক্ষরা কেউ খোঁজ নেননি বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের।