অবশেষে জামিন পেলেন ক্যাম্পাস ফ্রন্টের সাধারণ সম্পাদক রউফ শরীফ। গত বছরের ১৩ ডিসেম্বর তিরুবনন্তপুরম এয়ারপোর্ট থেকে ক্যাম্পাস ফ্রন্ট নামক ছাত্র সংগঠনের এই ছাত্র নেতাকে ইডি গ্রেফতার করেছিল। ইডির দাবী পপুলার ফ্রন্টের ছাত্র সংগঠন ক্যাম্পাস ফ্রন্টের এই নেতা মানি লণ্ডারিংয়ের সাথে যুক্ত, সেজন্যই গ্রেফতার করা হয়েছে।
ছাত্র সংগঠনটির দাবী প্রতিবাদের ভাষা রুখতেই ইডিকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। ক্যাম্পাস ফ্রন্ট তাদের প্রেস বার্তায় জানায়, ভারত দিন দিন হিন্দুত্ববাদীদের দখলে চলে যাচ্ছে, প্রতিবাদী আওয়াজ দেখলেই চুপ করাতে চাইছে এই ফ্যাসিস্ট সরকার। আমাদের সাধারণ সম্পাদক রউফ শরীফকে গ্রেফতার করে সরকার আমাদের আন্দোলনকে বন্ধ করতে চায়।
এই ছাত্র নেতার গ্রেফতারের পরেই ছাত্র সংগঠনটি দেশব্যাপী ব্যাপকভাবে প্রতিবাদ আন্দোলনের আয়োজন করে, ইডি সরকারের উদ্দেশ্য পূরণ করছে বলেও অভিযোগ করে তারা।
অবশেষে আজ কোর্ট থেকে জামিন পেলেন ক্যাম্পাস ফ্রন্ট নামক সংগঠনটির সাধারণ সম্পাদক।