আব্দুস সামাদ, জঙ্গিপুরঃ বুধবার রাত্রে জঙ্গিপুরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপরে দুস্কৃতিদের বোমাবাজি। সূত্রের খবর কলকাতার উদ্দেশ্য রওনা হওয়ার জন্য নিমতিতা রেলস্টেশনে যাচ্ছিলেন মন্ত্রী জাকির হোসেন ও তার সহকর্মীরা, সেখানেই তাকে লক্ষ্য করে বোমা মারে দুস্কৃতিরা। গুরুতর আহত হন মন্ত্রী জাকির হোসেন সহ অন্যান্যরা। সকলকে নিয়ে আসা হয় জঙ্গিপুর মহকুমা হসপাতালে। শারীরিক অবস্থার অবনতি ঘটার কারণে তাদেরকে স্থানান্তরিত করা হয় বহরমপুর মেডিক্যাল কলেজে। মন্ত্রী জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ব্যাপকহারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে। কে বা কারা এই হামলার সাথে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related articles