আব্দুস সামাদ, জঙ্গিপুরঃ জঙ্গিপুর বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা থেকে একমাত্র পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের প্রতি মন্ত্রী জাকির হোসেন জঙ্গিপুর বিধানসভায় বিধায়ক নির্বাচিত হওয়ার পর গরীব ও অসহায় মানুষদের দুঃখ দুর্দশার কথা শোনার জন্য জনতার দরবারে একটি সাপ্তাহিক সভা চালু করেছিলেন, যেখানে প্রতি শনিবার এবং রবিবার বিধানসভার গরিব দুঃখী অসহায় অত্যাচারিত মানুষদের কথা তিনি শুনতেন এবং তিনি দরিদ্র মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। দিন কয়েক আগে বোমা বিস্ফোরণে আহত হয়ে তিনি এখন আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
নেতা না থাকলেও নেতার প্রতিনিধিদের দেখা গেল সেই সাপ্তাহিক সভায়। মন্ত্রী না থাকলেও নিয়ম মত ভিড় করে এসেছেন হাজারো মানুষ। মন্ত্রী উপস্থিত না থাকলেও সেই সভা যে বন্ধ হয়নি তাতে খুশি সকলেই। উপস্থিত সকলেই মন্ত্রী যেন খুব দ্রুত সুস্থ হয়ে যান এই কামনা করেন।