আব্দুস সামাদ জঙ্গিপুর – আজ সকালে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার রঘুনাথগঞ্জ থানার মহালদাড়পাড়া ও কৃষ্ণসাইল বিলের ধারে। একটি আমবাগানে এই বালতি ভর্তি বোমা পাওয়া যায়।সাথে সাথে স্থানীয়রা খবর দেয় রঘুনাথগঞ্জ পুলিশ স্টেশনে। খবর দেওয়া হলে সাথে সাথে রঘুনাথগঞ্জ থানার এ এস আই ওয়াসিম রেজাসহ পুলিশবাহিনী ঘটনাস্থলে হাজির হয় এবং বোমা গুলিকে নিষ্ক্রিয় করার জন্য বম স্কোয়াডের টিম কে খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।