নন্দীগ্রামের মহিলাদের ভয় পাচ্ছেন শুভেন্দু, নিলেন অতিরিক্ত ১৫ জন মহিলা সিআরপিএফ জওয়ান

নিউজ ডেস্ক : কিছুদিন আগে নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে কিছুদিন আগে মহিলাদের তীব্র বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং বর্তমান বিজেপি নেতা নয়া হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী। বিক্ষোভের এক পর্যায়ে সাধারণ মহিলার হাতে লাঠি সোটা জুতো নিয়ে ঘিরে ধরেন শুভেন্দু অধিকারীকে।

 

পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সেদিন মুখরক্ষা হয়েছিল নন্দীগ্রাম জয়ের স্বপ্নে বিভোর শুভেন্দু অধিকারীর। তবে এবার নির্বাচন উপলক্ষে নন্দীগ্রামে যাওয়ার সময় সেই ঝুঁকি নিতে চাচ্ছেন না। জেড ক্যাটাগরির উচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্বেও মহিলাদের বিক্ষোভের ভয়ে এবার নিজের সুরক্ষা ব্যবস্থায় ১৫ জন অতিরিক্ত সিআরপিএফের মহিলা যাওয়ার নিযুক্ত করলেন শুভেন্দু অধিকারী।

রাজ্যে গত শনিবার প্রথম দফার ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। আগামীকাল রাজ্যের বিভিন্ন জায়গায় দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ করা হবে। কেন্দ্র গুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কেন্দ্র নন্দীগ্রাম যেখানে বিজেপির তরফ থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন গেরুয়া শিবিরের শুভেন্দু অধিকারী।

Latest articles

Related articles