হাওড়া থেকে সেকেন্দরাবাদ গামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৩ রেলকর্মীর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

1617432775_train-accident-balichak-anandabazar

 

আজ সকালে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তিন কর্মরত রেলকর্মীর। সূত্রের খবর, আজ সকাল ১০টা নাগাদ হাওড়া থেকে সেকেন্দরাবাদ গামী একটি ট্রেন মাঝের লাইন দিয়ে খড়্গপুরের দিকে যাচ্ছিল। তখন সেখানে কর্মরত ৪ রেলকর্মীকে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ কর্মীর। বাকি এক জন গুরুতর আহত। নিহত রেলকর্মীদের নাম বাপি নায়েক, মানিক মণ্ডল এবং নৃপেণ পাল। আহত রেলকর্মীর নাম কিসান বেসরা। মানিকের বাড়ি রাধামোহনপুর, কিসানের বাড়ি কোলাঘাটে। এবং বাকি দু’জনের বাড়ি খড়্গপুরেই।
জানা গেছে, দুর্ঘটনার পর ২৫ মিনিট দাঁড়িয়েছিল ওই এক্সপ্রেস। তারপর সেই গাড়িতে করে আহতকে খড়্গপুর স্টেশনে নামানো হয়। সেখান থেকে তাঁকে রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত ওই কর্মীকে খড়্গপুর রেল হাসপতালে নিয়ে যাওয়া হয়েছে।‌ সেখানেই তার‌ চিকিৎসা চলছে।
এই ঘটনার প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, “৩ জন রেলকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। খুব দুঃখজনক ঘটনা। তদন্ত হবে। আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর