আশঙ্কাই সত্যি হল। পিছিয়ে গেল সিপিএসসিই- দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। ৪ মে থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। তারপরেই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। জুন মাসে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবং বাতিল করা হলো ক্লাস টেন এর পরীক্ষা ।