মসজিদুল হারামে প্রথম বার নারী নিরাপত্তারক্ষী মোতায়ন করল সৌদির সালমান প্রশাসন

মুহাম্মদ বিন সালমান চান সৌদি আরবকে তথাকথিত রক্ষণশীল ইসলামের পথ থেকে বের করে পশ্চিমাদের প্রিয় তথাকথিত আধুনিক এবং উদারপন্থী ইসলামের দিশায় পরিচালিত করতে। সেই উদ্দেশ্যেই আরো এক পদক্ষেপ নিল সালমান প্রশাসন। খবরে প্রকাশ, মক্কার মসজিদ আল-হারামে (মক্কার গ্রান্ড মসজিদ) নারী নিরাপত্তা-রক্ষী নিয়োগ দিয়েছে সৌদি আরব। মসজিদ আল-হারামের ইতিহাসে প্রথমবারের মতো নারী নিরাপত্তা-রক্ষী নিয়োগ দেয়া হল।

মক্কার মসজিদ আল-হারামের চত্ত্বরে নারী নিরাপত্তা-রক্ষী কর্মকর্তাদের টহল দেয়ার ছবিও প্রকাশ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের ২০৩০ সালের ভিশন অনুসারে বিভিন্ন সংস্কার কার্যক্রমের আওতায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। নারী নিরাপত্তা-রক্ষী কর্মকর্তাদের টহল দেয়ার ছবি টুইটারে প্রকাশ করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এখন থেকে হজ আর ওমরাহর নিরাপত্তা ব্যবস্থায় নারী নিরাপত্তা-রক্ষীরাও অংশ নেবেন।

নারী নিরাপত্তা-রক্ষীদের নিয়োগের এ ছবিগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজসাইটে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। এমনকি মার্কিন সংবাদ সংস্থা সিএনএনও সহ অনেক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এ ছবি প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও মক্কার মসজিদ আল-হারামের নিরাপত্তায় নারী নিরাপত্তা-রক্ষী কর্মকর্তাদের অংশগ্রহণের প্রশংসা করেছেন। এ ছবিগুলো নিয়ে বিভিন্ন মানবাধিকারকর্মী ও বিশ্লেষকরা রিটুইট করেছেন এবং বিভিন্ন মন্তব্যও করেছেন। সৌদি আরবে নারীদের ক্ষমতায়নের জন্য সালাম প্রশাসন বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন বিগত কয়েক বছরে। এর মধ্যে নারীদের গাড়ি চালানোর অনুমতি প্রদান অন্যতম। এছাড়াও সৌদি সরকার কোনো পুরুষ সঙ্গী ছাড়া নারীদের হজ্জে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে ইতিমধ্যেই।

Latest articles

Related articles