নিউজ ডেস্ক : গতকাল ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব চলার সময় গেরুয়া গুন্ডাদের ধারালো অস্ত্রের সামনে বাগদায় আত্মরক্ষার্থে ১০ রাউন্ড গুলি চালাতে বাধ্য হয় রাজ্য পুলিশ। গেরুয়া শিবিরের ইটবৃষ্টি আর ধারালো অস্ত্রের আঘাতে আহত হন বেশ কিছু পুলিশকর্মী, অনেকের উর্দি ও ছিঁড়ে দেয়া হয়। তবে পুলিশের গুলিতে কোনো গেরুয়া কর্মীর আহত বা নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ভোট শুরুর পর থেকেই বাগদা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গা থেকে অশান্তির ছবি প্রকাশ্যে আসে। সকালেই সংঘর্ষে জড়িয়েছিল তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশ বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আনে পরিস্থিতি। পরে বিকেলে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপি কর্মীদের ইঁট বৃষ্টির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের লক্ষ্য করে পুলিশ ১০ রাউন্ড গুলি চালায় বলে জানা যায়। জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ছিঁড়ে দেওয়া হয় উর্দি। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে সঙ্গে ঘটনার রিপোর্ট তলব করে কমিশন।
ঘটনাটিতে কমিশন জানিয়েছে, এদিন একটি রাজনৈতিক দলের শতাধিক কর্মী সেক্টর অফিসে হামলা চালিয়েছিল। ওসির নেতৃত্বে সেখানে যায় বিশাল পুলিশ বাহিনী। সেই সময়ই উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে। তাঁদের প্রত্যেকের হাতে ছিল ধারালো অস্ত্র। সেই কারণেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। যদিও কমিশন জানিয়েছে ১০ রাউন্ড নয়, ৩ রাউন্ড গুলি চলেছে বাগদায়। গুলিবিদ্ধ হয়েছেন একজন। উল্লেখ্য, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ গিয়েছিল ৪ জনের। পরবর্তীতে কমিশন জানায়, আত্মরক্ষার স্বার্থে গুলি চালাতে বাধ্য হয় বাহিনী। এবার কার্যত সেই ঘটনার পুনরাবৃত্তি বাগদায়।