নিউজ ডেস্ক : আজ চলছে বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব। এখনও পর্যন্ত নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ভাবে চললে কোন কোন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। আবার কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে প্রভাবিত করছে এমন অভিযোগ আজও এসেছে অন্যান্য দফার নির্বাচনের মতো। অন্যদিকে দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার এর গাড়ি নির্বাচনী কেন্দ্র থেকে বহুদূরে বিনা কারণে সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। এই অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ধমক দিতে দেখা যায় তাকে।
প্রদীপ মজুমদার এদিন তার নিজের নির্বাচনী ক্ষেত্রের একটি বুথ পরিদর্শনে গেলে সেখানে তার গাড়িটি ভোটগ্রহণ কেন্দ্রের সামনে কিছুটা তফাতে রাখলে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেটিকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে সরিয়ে দেয় বলে অভিযোগ। তিনি বাহিনীকে ধমক দিয়ে বলেন, আপনারা নিজেদের অউকাতের মধ্যে থাকুন। বেশি হিম্মত দেখানোর চেষ্টা করবেন না। তিনি বিষয়টি বিস্তারিত ভাবে কমিশনকে জানাবেন বলে জানিয়ে দেন। তখন কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা তার কাছে ভুল স্বীকার করেন। প্রদীপ মজুমদার বলেন, আপনাদের কতটা ভুল হতে পারে? এত সাহস দেখানোর কি আছে? এই জন্যই মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। কেন্দ্রীয় বাহিনী তার এই মন্তব্যকে থামানোর চেষ্টা করলে তিনি ধমক দিয়ে তাদেরকে স্তব্ধ করে দেন। সাফ জানিয়ে দেন আবার এমন কিছু করলে এর পরিণতি তাদের ভোগ করতে হবে। বিজেপি প্রার্থীর গাড়ি প্রায় একই জায়গায় রাখলেও তা সরায়নি বাহিনী, বলেও অভিযোগ জানান তিনি।