৮ বছরের সম্পর্ক। জোরপূর্বক অন্যত্র প্রেমীকার বিয়ে দিচ্ছে পরিবার। এই দাবি- অভিযোগ নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসল যুবক। আজ ঘটনাটি ঘটেছে, মালদা জেলার বামনগোলা পাকুয়াহাট অঞ্চলের কামারডাঙ্গা গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত ঘটনাস্থলে কোনো পুলিশকর্মীর দেখা মেলেনি বলে খবর।
সূত্রের খবর, পাকুয়াহাটের মির্জাপুরের বাসিন্দা সঞ্জয় মন্ডল আজ সকাল থেকে মেয়ের বাড়ি কামারডাঙ্গা গ্রামে প্রেমীকা মমতা দাসের বাড়ির সামনে ধর্ণায় বসে রয়েছেন। সঞ্জয় মন্ডলের দাবি, গত ৮ বছর ধরে তাঁদের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও মেয়ের পরিবারের লোকেরা জোরপূর্বক মমতার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে | প্রায় ১ মাস ধরে তাঁর পরিবারের লোকেরা মমতার সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছেনা বলেও অভিযোগ যুবকের।
যোগাযোগ করতে না পেরে এদিন প্রেমিক মমতার বাড়ি যান। গিয়ে জানতে পারেন মমতার বিয়ে ঠিক হয়ে গেছে। এবং বাড়িতে কাউকে দেখতে না পেয়ে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসেন ওই যুবক।