তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা। এ দেশে আইপিএলে খেলেন কেকেআরে। দিনের পর দিন ভারতের করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন প্যাট কামিন্স । প্রথমে বলেছিলেন পিএম কেয়ার্স ফান্ডে প্রায় ৩৮ লক্ষ টাকা দান করবেন। কিন্তু এখন তিনি মত বদলালেন। সরাসরি মোদি সরকারের তহবিলে দিতে নারাজ তিনি। তাই সিদ্ধান্ত বদলালেন। ঘোষণা করলেন ইউনিসেফের অস্ট্রেলিয়া শাখা মারফত ভারতে করোনা মোকাবিলায় অনুদান দেবেন।
তবে কেন সিদ্ধান্ত বদল করলেন কামিন্স? অনেকে মনে করছেন, প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিলে সেই অর্থ মানুষের কাছে পৌঁছোবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন। তাই এই সিদ্ধান্ত বদল। শুধু কামিন্স নন, ব্রেট লি, পুরাণ সহ অনেক বিদেশী ক্রিকেটারই করোনা মোকাবিলায় ভারতকে সাহায্য করেছেন।
যদিও একের পর এক ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ায় অনির্দিষ্টকালের জন্য এবছরের আইপিএল বন্ধ করে দেওয়া হল।