আইপিএলের বাকি ম্যাচগুলি তাহলে এবার ইংল্যান্ডে!

করোনা মহামারির জন্য বন্ধ হয়ে গিয়েছে আইপিএল। তার মধ্যেও উৎসাহের অন্ত নেই ইংল্যান্ডে। সেখানকার বেশ কয়েকটি কাউন্টি ক্লাব আইপিএল আয়োজন করতে রাজি। চলতি বছরের সেপ্টেম্বরে আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজন করার কথা জানিয়েছে।

 

এমসিসি,সারে,উয়ারউইকশায়ার,ল্যাঙ্কশায়ার— এই চার কাউন্টি দল তাদের নিজেদের হোম স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজন করতে রাজি হয়েছে বলে সূত্রের খবর। লর্ডস, কিয়া ওভাল,এজবাস্টন ও ওল্ডট্র্যাফোর্ড হল এদের ঘরের মাঠ। প্রতিটি কাউন্টি দল ইংল্যান্ড বোর্ডের কাছে অনুরোধ করে বলা হয়েছে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলতে।

 

এই ক্লাবগুলির তরফে জানানো হয়েছে, টি-২০ বিশ্বকাপের আগে খেলোয়াড়দের অনেকটাই আত্মবিশ্বাস দেবে। ভাবা হচ্ছে বাণিজ্যিক বিষয়টাও। ইংল্যান্ডের বাজারদর ধরার জন্য আগ্রোহী হয়েছেন বেশ কিছু সংস্থাও। ভরা মাঠে খেলা হবে বলেও জানানো হয়েছে।

তবে এই পরিস্থিতিতে আইপিএল আয়োজন করা সঠিক হবে? করোনা কোন দিকে মোড় নেবে কেউ জানেনা। তাই এই সময় এমন সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয়, বলে দাবি করেছে অনেকে।

Latest articles

Related articles