কলকাতা: তৃতীয়বারের জন্য রাজ্য পরিচালনার দায়িত্ব পেল তৃনমূল। সঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হয়ে কার্যত হ্যাটট্রিক করলেন বিমান বন্দ্যোপাধ্যায়।
বিজেপি তথা বিরোধীদের তরফে কোনও নাম না আসায় ধ্বনি ভোটে তাঁর নাম পাশ হয়ে যায়। যদিও এর আগে অধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া বয়কট করেন বিজেপির নির্বাচিত প্রতিনিধিরা। যা আগেই জানিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে বক্তব্য রাখার সময় বিমান বন্দ্যোপাধ্যায় সবাইকে সভায় অংশ নেওয়ার অনুরোধ করেন। বিধায়ক হিসাবে মানুষের পাশে থেকে দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দেন।
তৃতীয়বারের জন্য দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ তথা বিধানসভার সদস্যদের ধন্যবাদ জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, এই বিধানসভায় সব গোষ্ঠী সব শ্রেণির মানুষের প্রতিনিধি রয়েছেন। তাই সভা বয়কট করা উছিত নয়। বিজেপি প্রতিনিধিদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, বর্ণময় এই বিধানসভায় সবার অংশ নেওয়া উচিত। অনেক কমিটি তৈরি হবে তাতে বিরোধীদেরও অংশ নিতে হবে।