নিউজ ডেস্ক : প্রায় সব পরাজিত বিজেপি প্রার্থীদের থেকে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে স্বরাস্ট্র মন্ত্রক। শাসক দল তৃণমূল কংগ্রেসকে নারাজ করতে না চাওয়া সহ বিভিন্ন কারণে কেন্দ্রের দেওয়া নিরাপত্তা ত্যাগ করেছেন বহু বিজেপি বিধায়ক। এবার সেই কাতারে নাম লেখালেন উত্তর বঙ্গের ৩ বিজেপি বিধায়ক। যদিও দিলীপ ঘোষ বলেছিলেন, উত্তর বঙ্গে তৃণমূলের সন্ত্রাসের কারণে সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা নেবেন সব বিজেপি বিধায়ক। তবে এই নিরাপত্তা ত্যাগের বিষয়টিতে তারা ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। তবে এর পিছনে অন্য কারণ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে।
শিলিগুড়ির বিধায়ক জানান, স্কুটিতে ঘোরাফেরা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। এদিকে মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ (Anandamay Barman) ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁরা যে এলাকার বিধায়ক। সেখানকার অধিকাংশ মানুষই আর্থিকভাবে পিছিয়ে পড়া। নিরাপত্তা নিয়ে সেই এলাকায় গেলে বাসিন্দারা ভয় পাবেন। তাঁরা সমস্যার কথা জানাতেই ভয় পাবেন। সেই কারণেই নিরাপত্তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। ইতিমধ্যেই নিরাপত্তা ছেড়ে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ দীর্ঘদিন ধরেই বিজেপিতে রয়েছেন। এর আগেও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে জয়লাভ করেননি। এবারই প্রথম জয়ের স্বাদ পেলেন তিনি। শিলিগুড়ির বিধায়ক দীর্ঘ প্রায় ৩০ বছর সিপিএমের অংশ ছিলেন। অশোক ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। একুশের নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেন তিনি। এবারের নির্বাচনে অশোক ভট্টাচার্যকে পরাজিত করে শিলিগুড়ি আসনে জয়ী হন তিনি।