রোনাল্ডোর পর পগবা, আবার কোক সরিয়ে রাখলেন ইতালীয় তারকা লোকাতেল্লি

নিউজ ডেস্ক : এবার ইউরো কাপের সংবাদ সম্মেলনে পানীয় সম্পর্কে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন অনেকে। প্রথমে কোক সরিয়ে পানি খাওয়ার ওপর জোর দেন রোনাল্ডো। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পথ অনুসরণ করলেন ইতালির তারকা মানুয়েল লোকাতেল্লি। সুইজারল্যান্ডের বিপক্ষে ইতালির ৩-০ গোলের জয়ের পর সংবাদসম্মেলনে পানির বোতল রেখে কোকাকোলার বোতল সরিয়ে দিলেন এই মিডফিল্ডার।

ইউরো কাপের ম্যাচে বুধবার রোমের স্তাদিও অলিম্পিকোয় ৩-০ গোলে জিতেছে ইতালিয়ানরা। এবারের আসরে টানা দ্বিতীয় জয়ের দেখা পাওয়া আজ্জুরিরা শেষ ষোলোও নিশ্চিত করে ফেলে। আর এই ম্যাচে জোড়া গোল করে ম্যাচ সেরাও নির্বাচিত হন মিডফিল্ডার লোকাতেল্লি।

পরে সংবাদসম্মেলনে এসে ২৩ বছর বয়সী লোকাতেল্লি বসার আগেই একটি পানির বোতল রাখেন ও কোকের দুটি বোতল সরিয়ে দেন। ইউরোর এবারের আসরে অফিসিয়াল স্পন্সর কোকাকোলা। এর আগে রোনাল্ডোর মতো ফ্রান্সের পল পগবা ও বিয়ারের বোতল নিচে নামিয়ে রাখেন। তবে যেভাবে পানীয় সম্পর্কে নিজেদের মতামত দিচ্ছেন ইউরোপের খেলোয়াড়রা তাতে আরো এমন ঘটনা দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকে।

Latest articles

Related articles