নিউজ ডেস্ক : প্রয়াত হলেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। আজ সন্ধ্যা ৮:২০ মিনিটে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুতে শোকাহত গোটা বাসন্তী গোসাবা এলাকার জনগন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
গত এক মাস যাবত করোনা সংক্রমন নিয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। মাসখানেক আগে করোনা সংক্রমনের কারণে তিনি এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন। সেখানে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। দেখা যায় ডায়াবেটিসের সমস্যাও। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ তেও রাখতে হয় কিছুদিন। সেখান থেকে তাকে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই আজ তার মৃত্যু হয়।
বাসন্তীর চুনাখালি পঞ্চায়েতের বাগুলাখালি অঞ্চলের বাসিন্দা জয়ন্ত নস্কর, প্রায় শুরু থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন। তিনি একই আসন থেকে ৩ বার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হন। এই এলাকায় বাম আধিপত্য খর্ব করায় তিনি ছিলেন অগ্রণী। তিনি এখনও বাসন্তী এবং গোসবা এই দুই বিধানসভা আসনের রাজনৈতিক গতিপ্রকৃতি নির্ধারণের মূল কান্ডারী ছিলেন। তার মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। তার শোকাহত পরিবারের প্রতি ও সমবেদনা জানিয়েছেন।