লাহোর:পাকিস্তানের লাহোরে মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজ সইদের বাড়ির বাইরে জোরালো বিস্ফোরণ। এই ঘটনায় ১৫ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। পাক সংবাদ সূত্রে জানানো হয়েছে ২ জনের মৃত্যুও হয়েছে।
২০০৮ মুম্বই হামলার মূলচক্রী হাফিজের বাড়ি লাহোরের জোহর টাউন এলাকায়। আহতদের নিকটবর্তী এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে হামলা চালানো তা এখনও জানা যায়নি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল আশেপাশের ঘরবাড়ির দেওয়াল, কাচ ভেঙে যায়। সূত্র মারফত জানা গিয়েছে, এই বিস্ফোরণের সময় বাড়িতে ছিলেন না হাফিজ। এই নতুন নয়, এর আগেও তার বাড়িতে একাধিকবার হামলা চালানো হয়েছে।
জানা গিয়েছে, যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে ৪ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে। মৃতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। পৌঁছে গিয়েছে পুলিশও।
একটা সূত্র মারফত জানা গিয়েছে, হাফিজের বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে গ্যাস পাইপ দুর্ঘটনার জন্যই এই বিস্ফোরণ হয়েছে। যদিও সঠিক কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে।