নিজস্ব প্রতিবেদক, ভাঙড়: পারিবারিক বিবাদের জেরে হাঁসুয়া দিয়ে চার জন কে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ।ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যুবক।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বড়ালী তাঁতি পাড়ায়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে,ভাঙড়ের বড়ালী তাঁতি পাড়া গ্রামে দুই পরিবারের মধ্যে ঝামেলা বাঁধে।তাতে ছোটো ভাইয়ের বৌয়ের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় বড় ভাই সমসের আলি মোল্লার।হঠাৎই ঘরে ঢুকে হাঁসুয়া নিয়ে নিয়ে এসে ছোটো ভাইয়ের বৌ নাজমা বিবি কে কোপাতে থাকেন সামসের।নাজমার চিৎকার চেঁচামেচি তে তাঁকে রক্ষা করতে ছুটে আসেন প্রতিবেশীরা।সেই প্রতিবেশীদের উপরেও চড়াও হন সামসের।হাঁসুয়া নিয়ে তেড়ে যান এবং তিন জন কে কুপিয়ে হত্যার চেষ্টা করেন।সামসেরের হিংস্রতার স্বীকার হন চার জন।এর মধ্যে নাজমা বিবির শরিরের বিভিন্ন যায়গায় হাঁসুয়ার কোপে ক্ষত বিক্ষত হয় গোটা শরীর।রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।এর পাশাপাশি প্রতিবেশী আলাউদ্দিন মোল্লা,সফিক উদ্দিন মোল্লা, সেরিনা বিবি রা নাজমা বিবি কে উদ্ধার করতে আসলে তাদের উপরে হাঁসুয়া নিয়ে চড়াও হন সামসের।তাদের উপরে এলোপাতাড়ি হাঁসুয়া দিয়ে কোপ মারেন।গ্রামের প্রচুর মানুষজন বেরিয়ে আসতেই এলাকা থেকে চম্পট দেন সামসের।গুরুতর আহত চার জনকে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন এলাকার লোকজন।সেখান থেকে তড়িঘড়ি তাদের কে কলকাতায় স্হান্তরিত করা হয়।ভাঙড় থানার পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান। আইসি শ্যাম প্রসাদের নেতৃত্বে বিশাল পুলিশ ফোর্স অভিযুক্ত যুবক কে গ্রেফতার করতে অভিযানে নামে।পুলিশের হাত থেকে বাঁচতে ভাঙড় খালে ঝাঁপ মারেন সামসের।পুলিশ কর্মীরা খালে নেমে অভিযুক্ত যুবক কে গ্রেফতার করে।পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করা হবে।