ফাঁকা ট্রেনের বগি থেকে কাপড়ে মোড়ানো সদ্যোজাত শিশু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা টাউন স্টেশনে। বৃহস্পতিবার রাতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা জামালপুর মালদা ইন্টারসিটি থেকে রেলের এক সাফাইকর্মী শিশুটিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া সদ্যোজাতকে মালদা স্টেশনের চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। রাতেই তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।