মাস্ক না পরায় গ্রাহককে গুলি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর

উত্তরপ্রদেশের বেরিলির ব্যাঙ্ক অফ বরোদার শাখাউয় অন্যান্যদিনের মতোই কাজ চলছিল। আচমকাই বচসা শুরু হয় ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর সঙ্গে এক গ্রাহকের। একটা সময় বচসা থেকে ধাক্কাধাক্কির পর্যায়ে চলে যায়। তবে বচসার মূল কারণ, ওই গ্রাহক মাস্ক ছাড়াই ব্যাঙ্কে এসেছিলেন। পেশায় রেলকর্মী ওই গ্রাহককে মাস্ক পরার জন্য অনুরোধ করেন ওই নিরাপত্তারক্ষী। কিন্তু প্রাথমিকভাবে তিনি সেকথা শোনেননি। এনিয়েই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। একটা সময় ওই নিরাপত্তারক্ষী প্রচন্ড রেগে গিয়ে গুলি চালিয়ে দেন বলে অভিযোগ। সেই গুলিতেই জখম হয়েছেন ওই গ্রাহক। ওই গ্রাহককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।বেরিলি পুলিশ জানিয়েছে ,ওই রক্ষীকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Latest articles

Related articles