ছোট ব্যবসা খেয়ে নিচ্ছে আমেরিকার ই-কমার্স:পীযূষ গয়াল

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল নাম না করে অ্যামাজন, ওয়ালমার্ট অধীনস্থ ফ্লিপকার্টের মতো অনলাইন পণ্য সরবরাহকারী সংস্থাগুলির উপরেতোপ দাগলেন। তাঁর অভিযোগ, শিকারি দৃষ্টি নিয়ে ভারতে ব্যবসা করছে আমেরিকার ই-কমার্স সংস্থাগুলি। ইচ্ছে করে কম দামে জিনিস বিক্রি করছে। তাতে দেশের অভ্যন্তরীণ ছোট ব্যবসাগুলি মার খাচ্ছে।

শনিবার একটি ভার্চুয়াল বৈঠকে ভারতে ব্যবসা করতে আসা আমেরিকার ই-কমার্স সংস্থাগুলির তীব্র সমালোচনা করেন গয়াল।

তিনি বলেন, ”একাধিক ই-কমার্স সংস্থা ভারতে ব্যবসা করতে এসেছে। কিন্তু নানা ভাবে এ দেশের আইনকে অবজ্ঞা করেছে তারা। এ নিয়ে একাধিক বার সংস্থাগুলির সঙ্গে কথা হয়েছে, বিশেষত আমেরিকার সংস্থাগুলি। কিন্তু বড্ড দম্ভ ওদের।”

তাঁর এই বক্তব্যের পর আবারও অ্যামাজন ফ্লিপকার্টের ব্যবসার পদ্ধতি নিয়ে উঠছে প্রশ্ন।

Latest articles

Related articles