লাদাখের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড। জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা ১৮ মিনিটে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি র তরফ থেকে জানানো হয়েছে যে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.৭। উল্লেখ্য, এদিন সকালেই প্রবল ভুমিকম্পে কেঁপে ওঠে লাদাখ।
কম্পনের মাত্রা ছিল ৪.৮ ম্যাগনিটিউড। এদিন সকাল ৬ টা ১০ মিনিটে কম্পন অনুভূত হয়। ভুমিকম্পের উত্সস্থল ভারতভারত-চীন সীমান্তের চিমাই গ্রাম থেকে ৫৩ কিমি গভীরে। কম্পন অনুভূত হয় ভারত লাগোয়া চীনেও।