এনবিটিভি ডেস্ক: মুর্শিদাবাদের সাগরদিঘী থানার পুলিশের হাতে গ্রেফতার আধার কার্ড জালিয়াতির মূলচক্রী অতুল চৌধুরী।
জঙ্গিপুর জেলা পুলিশের এসপি ওয়াই রঘুবংশী আজ সাংবাদিক সম্মেলনে জানান, পুরনো সূত্র ধরে আধার কার্ড জালিয়াতি চক্রে গ্রেফতার করা হয়েছে ৩ অভিযুক্তকে। সেই অভিযুক্তরা সাগরদিঘীর বিভিন্ন গ্রামে বেশি অর্থের বিনিময়ে আধার কার্ড বানাত, এমনটাই বলেন তিনি। ধৃতদের মধ্যে মূলচক্রী অতুল চৌধুরীর বাড়ি জিয়াগঞ্জ থানার একটি গ্রামে। এই ধরনের জাল আধারকার্ড কোন কোন স্থানে করেছে সে, তা তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা।