ভাঙড়ে ISF- এ ভাঙন, তৃণমূলে যোগ দিলেন ১৫০ কর্মী

ভাঙড়: বিধানসভা ভোটে হারের পর ঘুরে দাড়াতে মরিয়া তৃণমূল। জমি ফিরে পেতে সরেজমিনে ঘুরে দেখছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াচ্ছেন তিনি। জানার চেষ্টা করছেন মানুষের সমস্যার কথা।

 

এরই মধ্যে আরাবুলের হাতধরে আজ ভাঙড়ের বামনঘাটা অঞ্চলের যোতভীম থেকে ২০০ জন বিজেপি কর্মী ও ১৫০ জন আইএসএফ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ফলে ভাঙড় বিধানসভা আইএসএফ- এর দখলে থাকলেও নতুন করে চিন্তা বাড়াচ্ছে আব্বাসের দলের।

Latest articles

Related articles