আবারও গৃহবধূ খুন জঙ্গিপুরে

আব্দুস সামাদ,জঙ্গিপুর:- রঘুনাথগঞ্জ থানা এলাকায় গৃহবধূকে শ্বাস রোধ করে  হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার বর্শিমুল অঞ্চলের বাহুরা গ্রামে। পরিবার সূত্রের খবর, মৃতা মহিলার নাম টুয়েরা বিবি (৪৫)। বিয়ের পর থেকেই টুয়েরা বিবির উপর মারধর করা হতো। এবং এক বছর থেকে মানসিক,শারীরিক অত্যাচার চরমে ওঠে। এই নিয়ে গৃহবধূ মায়ের বাড়ি চলে আসেন। বেশ কিছুদিন থাকার পর তাঁর স্বামী নিজের ভুল স্বীকার করে দুই পরিবারে মীমাংসা করে পুনরায় তাঁকে বাড়ি নিয়ে যান। কিন্তু গতকাল রাত্রে বেলায় আবারও অশান্তি চরমে উঠে দুই জনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এবং শেষ পর্যন্ত ওই গৃহবধূকে তার স্বামী বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যাকারি আমজাদ শেখ (৫৫) পলাতক। সকাল হতেই এলাকায় চাঞ্চল্য শুরু হয় এবং ঘটনা স্থানে এসে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় মৃতার দেহ। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Latest articles

Related articles