‘খেলরত্ন’ পুরস্কারের জন্য মনোনীত হলেন অশ্বিন-মিতালি, সুনীলরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-07-01 at 4.00.12 PM

দেশের হয়ে নিজ নিজ খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রাজীব গান্ধী খেলরত্নের জন্য মনোনীত হল ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, মহিলা ক্রিকেটার মিতালি রাজ এবং ভারতীয় ফুটবলের অধিনায়ক সুনীল ছেত্রীর নাম। বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতিমধ্যে অশ্বিন এবং মিতালি রাজের নাম পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রকে। এছাড়া শিখর ধাওয়ান, জসপ্রীত বুমরাহ এবং কেএল রাহুলের নাম পাঠানো হবে অর্জুন পুরস্কারের জন্য। অন্যদিকে, আবার ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর নাম খেলরত্ন পুরস্কারের জন্য পাঠাতে চলেছে এআইএফএফ।

অশ্বিন-মিতালিদের ব্যাপারে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এক বোর্ড কর্তা জানিয়েছেন, “নিজেদের মধ্যে আলোচনার পর আমরা অশ্বিন এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের নাম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া শিখর ধাওয়ান, জসপ্রীত বুমরাহ এবং কেএল রাহুলের নাম অর্জুন পুরস্কারের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।” এদিকে, আবার সুনীল ছেত্রীর নাম খেলরত্ন পুরস্কারের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। তবে এখনও প্রয়োজনীয় নথি পাঠানো বাকি রয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবারই ওড়িশা সরকার অ্যাথলিট দ্যুতি চাঁদের নাম খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত করেছিল। এছাড়া দ্যুতির পাশাপাশি ভারতীয় হকি দলের সহ-অধিনায়ক বীরেন্দ্র লাকরার নাম অর্জুনের জন্য মনোনয়ন করা হয়েছে। দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনীত হকি দলের কোচ কালু চরণ চৌধুরী। ধ্যানচাঁদ সম্মানের জন্য ওড়িশা সরকারের পছন্দ অলিম্পিয়ান অনুরাধা বিসওয়ালকে। যদিও এই পুরস্কার দেওয়ার ব্যাপারে শেষপর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকই। তবে কারা এই পুরষ্কার পাবে তা সময় বলবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর