ত্রিপল চুরি মামলায় শুভেন্দুর আত্মসমর্পণ, ভার্চুয়ালি হাজিরা দিয়ে জামিন চাওয়ার আবেদন খারিজ আদালতে

নিউজ ডেস্ক : ত্রিপল চুরি মামলায় এবার শুভেন্দুর আবেদন খারিজ করে দিল আদালত। এই মামলায় শুভেন্দু সহ আরো তিন জন ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন জানান আদালতে। কিন্তু সরকারি পক্ষের আইনজীবী এর বিরোধিতা করে বলেন, এখন পরিস্থিতি সব স্বাভাবিক। তাই স্বশরীরে হাজিরা দিতে হবে। আদালত সরকারি আইনজীবীর দাবি মেনে তাদের আদালতে এসে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়।

কাঁথি পুরসভায় ত্রিপল চুরির ঘটনায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari) ও হিমাংশু শেখর মান্না। তাঁরা ভার্চুয়ালি আত্মসমর্পণ করে জামিন চাওয়ার আবেদন করেন। এর বিরোধিতা করে সরকারি আইনজীবী জানান,’নিয়ন্ত্রিত ব্যবস্থায় আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে। ফলে ভিডিয়ো কনফারেন্সিংয়ে হাজিরা বা আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। সশরীরে হাজিরা দিন অভিযুক্তরা।’ শুভেন্দুদের আবেদন খারিজ করে বিচারক নির্দেশ দেন, সশরীরে হাজির হতে হবে অভিযুক্তদের।

পূর্ব মেদনিপুরের কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির অভিযোগ করেন কাঁথি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য রত্নদীপ মান্না। তিনি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর নির্দেশে গত ২৯ মে দুপুরে পুরসভার গুদাম থেকে একটি লরিতে করে লক্ষাধিক টাকার ত্রিপল চুরি করে ৪-৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করেন পুরসভার দুই কর্মচারী হিমাংশু মান্না এবং প্রতাপ দে। এনিয়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু বলেন,’আমার এত দুর্ভাগ্য হয়নি ত্রিপল চুরি করতে যাব।’

Latest articles

Related articles