আদিবাসী বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে

বিয়েবাড়ি থেকে ফেরার পথে পাশের বাড়ির যুবকের হাতে ধর্ষিত হলেন এক বিধবা আদিবাসী মহিলা। ঘটনাটি ঘটেছে বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকের সাঁকো গ্রামে, এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। শুক্রবার রাতেই ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গলসি থানার পুলিশ।
জানা গিয়েছে, উত্তম বাউরি নামের ওই যুবকের দীর্ঘদিন ধরেই নজর ছিল বিধবা আদিবাসী মহিলার উপর।

জানা গিয়েছে, বিধবা প্রতিবেশীকে কয়েকবার কুপ্রস্তাব দেন উত্তম। কিন্তু তাঁর প্রস্তাবে সাড়া না দেওয়ায় এই কাণ্ড ঘটিয়েছেন উত্তম।
সেদিন রাতেই বাড়ি গিয়ে নিজের মেয়েকে সমস্ত ঘটনা জানান ধর্ষিতা মহিলা। তারপরেই বর্ধমান থানায় উত্তম বাউড়ির বিরুদ্ধে মামলা করেন ওই মহিলার মেয়ে। যার ফলে প্রথমে উত্তমকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানা গিয়েছে। ধর্ষিতার শারীরিক পরীক্ষা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও উত্তম জানিয়েছেন, মা ও মেয়ে মিলে চক্রান্ত করে ফাঁসিয়েছেন তাঁকে, মিথ্যে ঘটনা। এই বিষয়ে বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানিয়েছেন, নির্যাতিতার মেয়ের অভিযোগের ভিত্তিতে উত্তম বাউরিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে।

Latest articles

Related articles