আবারও যাত্রা শুরু করবে ট্রেন

ভারতীয় রেলওয়ে তাদের সরকারি যোগাযোগ ব্যবস্থায় এদিন ঘোষণা করল যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ও তাদের সুবিধার কথা ভেবে আজ থেকে (৩ জুলাই) ফের যাত্রা শুরু করবে আগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস স্পেশাল। ট্রেনটির যাত্রাপথ মুম্বই সেন্ট্রাল থেকে হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। ফিরতি ট্রেনটি হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে রবিবার (৪ জুলাই)।

ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে তাদের মুখ্য জনসংযোগ আধিকারিক সুমিত ঠাকুর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, ট্রেন নং ০২৯৫৩ মুম্বই সেন্ট্রাল-হজরত নিজামুদ্দিন আগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস স্পেশাল ফের যাত্রা শুরু করবে ০৩.০৭.২০২১ থেকে।

Latest articles

Related articles