রঘুনাথগঞ্জ: ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির(৩৬) মৃতদেহ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার তেঘোরী গ্রাম পঞ্চায়েতের শাটবাগানে। ঘটনার পর চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়।
তেঘরী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান,” ঘটনার কিছুক্ষণ পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি আমরা। সাথে সাথে খবর দেওয়া হয় জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে। এবং খবর পাওয়া মাত্রই ছুটে আসে পুলিশ।”
এছাড়াও এলাকার মানুষ জানান, এটি পরিকল্পনামাফিক খুন করে ঝুলিয়ে দেওয়া হতে পারে তাঁকে। কারণ দেহে রক্তের চিহ্ন পাওয়া গিয়েছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
মৃত ব্যক্তিটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।