হিন্দু ধর্মেও আছে জিহাদ! বলছেন হেমন্ত শর্মা, বিস্মিত নেট দুনিয়া

নিউজ ডেস্ক : আসামের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা সাধারনত মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্যের জন্য কুখ্যাত। মুসলিম যুবকদের বিরুদ্ধে বরাবর লাভ জিহাদের অভিযোগ আনা আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত এবার বললেন হিন্দু ধর্মে জিহাদের ব্যাপারে। হিন্দু ধর্মে হিন্দুত্ববাদীদের পারিভাষিক শব্দ জিহাদের অস্তিত্ব আছে, এই কথা শোনার পর অবাক নেট দুনিয়া। গতকাল তিনি বলেন, যে সব হিন্দু যুবকরা হিন্দু মেয়েদের কাছে মিথ্যাচার করে তারাও জিহাদী। এমন যুবকদের বিরুদ্ধে নতুন আইন আনার কথা ঘোষনা করেন তিনি।

 

গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হেমন্ত বলেন, হিন্দু যুবকরা হিন্দু মেয়েদের সঙ্গে মিথ্যাচার করলে সেটাও জিহাদ। এর বিরুদ্ধে আইন আনা হবে। তবে হিন্দু যুবকরা মুসলিম মেয়েদের সঙ্গে মিথ্যাচার করলে কি হবে সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। ভারতে সাম্প্রদায়িক শক্তির অন্যতম মূল রাজনৈতিক হাতিয়ার এই লাভ জিহাদ। মুসলিম যুবকদের হেনস্থা করার জন্য সব থেকে বেশি এই তত্ত্ব ব্যবহার করে বিজেপি সরকার। এই জন্য ইতিমধ্যেই যোগী সরকার এলাহাবাদ হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে।

এই হিন্দুত্ববাদী নেতা বরাবরের মতো শনিবারও মুসলিম ও অন্য ধর্মীয় সম্প্রদায়কে আক্রমন করেন একটু অন্যভাবে। তিনি বলেন, পৃথিবীর বেশিরভাগ ধর্মের অনুসারীরা আসলে হিন্দু ছিল। আমাদের হিন্দু ধর্ম ৫০০০ বছরের পুরনো।

তার রাজ্যে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসের অস্তিত্ব নেই বলে তিনি জানান। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পার্শ্ববতী রাজ্যগুলোর সঙ্গে আসামের সীমান্ত বিরোধের বিষয়টি উল্লেখ্য করেন। আলোচনার পথে তার সরকার বিশ্বাসী বলে তিনি মন্তব্য করেন।

Latest articles

Related articles