এনবিটিভি ডেস্ক: শেষ পর্যন্ত পিছিয়ে গেল শ্রীলঙ্কা- ভারত ক্রিকেট সিরিজ। আগামীকাল থেকে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও লঙ্কা দলের দুই কর্মী করোনা আক্রান্ত হওয়ায় তা আর হচ্ছেনা। পরিবর্তে ১৮ জুলাই থেকে শুরু হবে এই সিরিজ।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড চাইছে, আরও কিছুদিন ক্রিকেটারদের কঠোর জৈব বলয়ে রেখে সিরিজ শুরু করতে। সেই মতোই পিছিয়ে দেওয়া হল সিরিজ।
উল্লেখ্য, ভারত দ্বিতীয় সারির দল পাঠানোয় অখুশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সঙ্গে চুক্তি সমস্যার জন্য অধিনায়কও বদল করা হয়েছে তাদের। নয়া অধিনায়ক করা হয়েছে দাসুন শাঙ্কা।
১৮ জুলাই থেকে শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর ৩ টি টি-২০ ম্যাচও খেলবে ভারত-শ্রীলঙ্কা।
পরিবর্তিত সূচী:
১৮ জুলাই- প্রথম ওয়ানডে
২০ জুলাই- দ্বিতীয় ওয়ানডে
২৩ জুলাই- তৃতীয় ওয়ানডে
২৫ জুলাই- প্রথম টি-২০
২৭ জুলাই- দ্বিতীয় টি-২০
২৯ জুলাই – তৃতীয় টি-২০