পুলিশ ক‍্যাম্প সরানোর দাবিতে ভাঙড়ের পোলেরহাট-২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ জমি রক্ষা কমিটির

ভাঙড় :-আবার উত্তেজনা ভাঙড়ের একদা অশান্ত পাওয়ার গ্রীড এলাকায়।পঞ্চায়েত অফিস থেকে পুলিশ ক্যাম্প সরানোর দাবিতে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান জমি কমিটির সদস্যরা।

মঙ্গলবার ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন জমি জীবিকা বাস্ততন্ত্র কমিটির সদস্যরা। যার জেরে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়।

 

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পঞ্চায়েতের কাজ কর্ম নিয়ে জমি কমিটি এবং তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান-উপ প্রধানদের সঙ্গে বচসা থেকে ঝামেলা সৃষ্টি হয় পঞ্চায়েত অফিসের ভিতরে।পঞ্চায়েতের ভিতরে তান্ডব চালানো সরকারি আধিকারিকদের উপরে আক্রমণ -সহ প্রধান- উপ প্রধানকে মারধর করার অভিযোগও ওঠে জমি কমিটির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তখন চরম উত্তেজনা তৈরি হয় পাওয়ার গ্রিড এলাকায়। সেই সময় বিশাল পুলিশ ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অতঃপর পঞ্চায়েতের নিরাপত্তার দাবিতে সরব হয়ে বিডিও অফিসে ডেপুটেশন জমা দিয়েছিলেন ভাঙড়ের ১০ টি গ্রাম পঞ্চায়েতের সরকারী কর্মীরা। তাঁদের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে পোলেরহাট পঞ্চায়েত চত্বরে পুলিশ ক্যাম্প বসানো হয়। কিন্ত মঙ্গলবার সকাল থেকেই এই পুলিশ ক্যম্প সরানোর দাবি তুলে ফের উত্তেজনা সৃষ্টি হয় পঞ্চায়েত চত্বরে।

পাশাপাশি প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন জমি কমিটির সমর্থকেরা। তাঁদের দাবি, অবিলম্বে এই পুলিশ ক্যাম্প সরাতে হবে।ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পোলেরহাট ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের পাওয়ার গ্রিড এলাকায়।

Latest articles

Related articles