নিউজ ডেস্ক : আমেরিকার পুলিৎজার পুরস্কার বিজেতা রয়টার্সের বিশ্বখ্যাত ভারতীয় সংবাদিক ড্যানিশ সিদ্দিকির নামে এবার স্কলারশিপ চালু করল আঘাজ ফাউন্ডেশন। স্কলারশিপের নাম ড্যানিশ সিদ্দিকী মেমোরিয়াল স্কলারশিপ। সাংবাদিকতা নিয়ে কোনো প্রসিদ্ধ ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনারত যেকোনো ছাত্রছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই উদ্যোগের জন্য নেট মাধ্যমে প্রশংসায় ভাসছে আঘাজ ফাউন্ডেশন।
নিরপেক্ষ এবং চরম মূল্যবোধ সম্পন্ন সাংবাদিকতার সর্বোচ্চ মূল্য পরিশোধকারী এই চিত্র সাংবাদিকের নামে চালু হতে যাওয়া এই স্কলারশিপের প্রাপকরা বার্ষিক ৫০,০০০ টাকা পাবেন আঘাজ ফাউন্ডেশনের তরফ থেকে।
ইমেলের মাধ্যমে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। ইচ্ছুক ব্যক্তিদের aaghaz. foundation@gmail.com ঠিকানায় ইমেল পাঠাতে হবে। Subject হিসেবে Danish Siddiqui উল্লেখ করতে হবে। ইমেলে ২০০ শব্দের মধ্যে নিজের পরিচয় এবং কেন প্রার্থীকে এই স্কলারশিপ দেওয়া উচিত তা বিস্তারিত নিজের ভাষায় বর্ণনা করতে হবে।
উল্লেখ্য, কিছুদিন আগে আফগানিস্থানের কান্দাহারে তালিবান এবং আফগান সেনার মধ্যে যুদ্ধের সময় অজ্ঞাত শক্তির আঘাতে মৃত্যু বরন করেন রয়টার্সের প্রসিদ্ধ এই সাংবাদিক ড্যানিশ সিদ্দিকী। তালিবানকে তার মৃত্যুর জন্য পশ্চিমা বিশ্বের তরফ থেকে দায়ী করা হলেও তালিবান তা অস্বীকার করে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বহু দেশ এবং মানবাধিকার সংস্থা। তবে মোদি সরকার তার মৃত্যুতে কোনো শোক প্রকাশ করেনি। কারণ হিসেবে অনেকে দেখছেন তার মোদি সরকারের পোষ্য সাংবাদিকদের মতো বিজেপি সরকারের জয়গান না করে করোনা সামলাতে মোদি সরকারের ব্যর্থতা, CAA নিয়ে মোদি সরকারের বৈষম্য সহ বিভিন্ন ব্যাপারে নিরপেক্ষ মূল্যবোধ ভিত্তিক সাংবাদিকতাকে।