বাংলাদেশে খাদ্যে বিষক্রিয়ায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যু

বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মিশন নূর হাদি (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এক মাদ্রাসাশিক্ষকসহ আরো ১৮ জন অসুস্থ হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে একলাশপুর বাজারের দোতালা মসজিদ সংলগ্ন মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

নিহত মিশন নূর হাদি ওই মাদ্রাসার নুরানি শাখার ছাত্র। অসুস্থ ১৭ শিশুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বয়স ৯ থেকে ১০ বছরের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এশার নামাজ শেষ করে রাত ৯টার দিকে মাদ্রাসার একজন শিক্ষকসহ রাতের খাওয়ার খায় নুরানি শাখার প্রায় ১৮ শিশু শিক্ষার্থী।

খাওয়ার শেষ পর্যায়ে একে একে সবাই বমি করতে শুরু করে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় একজন চিকিত্‍সকে নিয়ে আসেন। পরে তিনি তাদের অবস্থা দেখে দ্রুত জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাত ১১টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

Latest articles

Related articles