বাস ও অটোর সংঘর্ষে মৃত মা ও মেয়ে

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মা ও মেয়ের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচোল মালদা ৮১ নং জাতীয় সড়কের বিরস্থলী এলাকায়। মৃতাদের পরিচয় এখনও জানা যায়নি।

এদিন দুপুরে মালদা থেকে একটি যাত্রীবাহি বাস চাঁচলের দিকে আসছিল, অপর দিক থেকে একটি অটো সামসির দিকে যাচ্ছিল। ওই সময় চাঁচলের বিরোস্থলি ৮১নং জাতীয় সড়কে যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই অটোতে। অটো ও বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে অটোর দুই যাত্রী ছিটকে পড়ে রাস্তায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলাসহ এক শিশুর। এই ঘটনায় আরও বেশ কয়েকজন পথযাত্রী জখম হন । তাদেরকে উদ্ধার করে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ঘটনাস্থলে চাঁচোল থানার পুলিশ মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন।

Latest articles

Related articles