আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করা খেলোয়াড়দের বরাবারই অনুপ্রাণিত করে এসেছেন আনন্দ মহীন্দ্রা। মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা গোষ্ঠীর কর্ণধার কৃতীদের নিজের কোম্পানির গাড়ি তুলে দিতে দু’বার ভাবেন না। সে অ্যাথলিট হোক বা ক্রিকেটার। এবার আনন্দ মহীন্দ্রা দেশের সোনার ছেলে নীরজ চোপড়াকে তুলে দেবেন XUV700। নিজেই আনন্দ মহীন্দ্রা টুইট করে সেই খবর দিয়েছিলেন।
So many awesome suggestions coming in for the Special Edition of the #NeerajGoldChopra @MahindraXUV700 ! We have some ideas cooking at the @MahindraRise Design studios! Will share more soon! @anandmahindra @rajesh664 @anishshah21 @vijaynakra
— Pratap Bose🇮🇳🇬🇧 (@BosePratap) August 7, 2021