পূর্ণবয়স্ক অজগর উদ্ধার করা হলো জলপাইগুড়ি থেকে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

n30553062691767e642bc83f2925edaa1244bfa44f826ba7c0d63300b909e0299b21b343f8

জলপাইগুড়ি: পূর্ণবয়স্ক অজগর উদ্ধার করা হলো জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের কুর্শামারি গ্রাম থেকে। গ্রামবাসীদের কাছ থেকে জানা গিয়েছে রবিবার সকালে নাইলনের জালের মধ্যে আটকে ছিল অজগরটি। উদ্ধার হওয়া অজগরটি আনুমানিক ১১ ফুট লম্বা। এরপর খবর দেওয়া হয় বন দপ্তরকে। গ্রামবাসীদের অভিযোগ খবর পেয়েও ঘটনা স্থলে আসেনি বন দপ্তরের কর্মীরা। এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি পরিবেশ প্রেমীদের সংস্থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশন। এরপর উদ্ধার করাহয় অজগরটিকে। প্রাথমিক চিকিত্‍সার পর সাপটিকে মরাঘাট জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর